গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
টানা ৩২ ঘন্টা শ্বাসরুদ্ধ চেষ্টার পর রাজশাহীর তানোরের কয়েলের হাট মধ্যপাড়া এলাকার মাঠে গভীর নলকুপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। উদ্ধারের পর তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী রাত ১০টার দিকে শিশু উদ্ধারের পর জানান, অনেক প্রতিকুলতার মধ্য দিয়ে শিশু সাজিদকে উদ্ধার করা হয়। প্রায় ৫০ ফুট গভীরে পড়ে গিয়েছিল শিশুটি। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য দ্রুত তানোর হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক শিশু সাজিদকে মৃত ঘোষণা করেন।
গত বুধবার দুপুর ১২টার দিকে মায়ের পেছন পেছন হাঁটতেই হঠাৎ পরিত্যক্ত গভীর নলকুপের গভীর গর্তে পড়ে যায় শিশু সাজিদ। এরপর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের তথ্যমতে, যে গর্তে শিশুটি পড়ে ছিল সেটি ছিল ১৫০ থেকে ২০০ ফুট গভীর। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় ৫০ ফুটের মতো গর্ত করা সম্ভব হয়। রাত ৯টার দিকে ৫০ ফুট গভীর থেকে শিশুকে উদ্ধার করা হয়।
আই/এ