অস্ট্রিয়ায় স্কুলে হিজাব নিষেধাজ্ঞা, নিয়ম ভাঙলে জরিমানা
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সি মেয়েদের স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করে নতুন আইন পাস হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির সংসদ এই আইন অনুমোদন দেয়।
সরকারের দাবি, মেয়েদের নিপীড়ন থেকে রক্ষা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি বৈষম্যমূলক এবং সমাজে বিভাজন বাড়াতে পারে।
নতুন আইন মোতাবেক, দেশটির সব স্কুলে ১৪ বছরের কম বয়সি মুসলিম মেয়েরা হিজাব পরতে পারবে না। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে নিয়মটি কার্যকর হবে। প্রথমদিকে জরিমানা করা না হলেও নিয়ম ভাঙতে থাকলে অভিভাবকদের ১৫০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।
প্রসঙ্গত, ২০১৯ সালে অস্ট্রিয়া প্রাথমিক স্কুলে হিজাব নিষিদ্ধ করেছিল। যা পরে আদালত বাতিল করে। এবার সরকার বলছে, নতুন আইনটি সাংবিধানিকভাবে বৈধ।
এসএইচ//