ঘূর্ণিঝড় বাইরোনের তাণ্ডবে গাজায় মৃতের সংখ্যা বেড়ে ১০
ঘূর্ণিঝড় ‘বাইরোন’ এর প্রভাবে গাজায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। অতিরিক্ত ঠাণ্ডায় জমে গিয়ে শিশুটি প্রাণ হারায়। এ নিয়ে ঝড়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।
শুক্রবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
স্থানীয় সূত্রগুলো বরাতে আলজাজিরা জানিয়েছে, মাত্র ২৪ ঘণ্টায় অন্তত ১০ জন ফিলিস্তিনি মারা গেছেন। ঝড়ে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কমপক্ষে ১০টি বাড়ি ধসে পড়েছে, আর বহু বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে সেগুলোই এখন অনেকের একমাত্র আশ্রয়।
গাজার সাধারণ মানুষের কাছে ত্রিপল, তাঁবু বা ন্যূনতম আশ্রয় তৈরির উপকরণ না থাকায় বাধ্য হয়েই এসব ভাঙাচোরা ঘরে থাকছেন তারা। ইসরাইলি কর্তৃপক্ষ এখনো শীতকালীন সহায়তা, ত্রাণ ও আশ্রয়সামগ্রী প্রবেশে কঠোর বিধিনিষেধ বজায় রেখেছে।
ফলে গাজার অসংখ্য মানুষ এখন কার্যত গৃহহীন, আশ্রয়হীন অবস্থায় জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
এমএ//