আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলতে থাকলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, শুধু গত এক মাসেই এ সংঘাতে প্রায় ২৫ হাজার সৈন্য নিহত হয়েছে, যা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, ‘এই হত্যাযজ্ঞ বন্ধ হওয়া জরুরি।’ তিনি অভিযোগ করেন, শান্তি আলোচনা ধীরগতিতে চলায় তিনি হতাশ।

তিনি আরও জানান, যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইউক্রেন রাজি না হওয়ায় তিনি জেলেনস্কির প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন