দেশজুড়ে

শালিসকে কেন্দ্র করে গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার বিচার শালিসকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মো. জালাল (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি নবীনগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঝিকাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নবীনগর পৌর এলাকার কালীবাড়ি মোড় সড়কে এ ঘটনা ঘটে। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অঙ্কন গুলির বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালীবাড়ি মোড় এলাকায় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সময় শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের রিকশাচালক হেলাল মিয়ার ছেলে মো. জালাল গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

গুলিবিদ্ধ জালাল জানিয়েছেন, হামলাকারীরা নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর-বাঁশগাড়ি এলাকার বাসিন্দা। তার ধারণা, পূর্ব কোনো বিরোধ বা ব্যক্তিগত আক্রোশের জেরে এ হামলা হতে পারে।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, একটি বিচারশালিসকে কেন্দ্র করেই এই গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করে নবীনগর সার্কেল পুলিশের কর্মকর্তারা তিনটি গুলি উদ্ধার করেছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন