যুক্তরাজ্যে নাগরিকত্ব ঝুঁকিতে বাংলাদেশিসহ ৯০ লাখ মানুষ
যুক্তরাজ্যে সরকারের ‘গোপন ও চরম’ ক্ষমতায় নাগরিকত্ব বাতিলের ঝুঁকিতে পড়তে পারেন লাখো দক্ষিণ এশীয় ও মুসলিম বংশোদ্ভূত মানুষ। সবচেয়ে ঝুঁকিতে থাকা গোষ্ঠীর মধ্যে রয়েছেন ভারতীয়, পাকিস্তানি ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরাই। এমন সতর্কতা দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো।
রানিমিড ট্রাস্ট ও রিপ্রিভের এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর আইনি ক্ষমতায় প্রায় ৯০ লাখ ব্রিটিশ নাগরিক নাগরিকত্ব হারাতে পারেন। বিশেষ করে যাদের দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন।
বর্তমান আইন অনুযায়ী, সরকার যদি মনে করে কোনো ব্রিটিশ নাগরিক অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তাহলে তিনি সেই দেশে কখনো বসবাস না করলেও তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করতে পারে।
মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই আইনের আওতায় অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর পাঁচজনের মধ্যে তিনজন নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন। যেখানে শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এই হার অনেক কম। এই ব্যবস্থা মুসলিম ও অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক এবং নাগরিকত্বের ক্ষেত্রে দ্বৈত মানদণ্ড তৈরি করছে।
এসএইচ//