বাবার সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা
যশোরে বাবার সামনে উপর্যুপরি ছুরিকাঘাতে ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রিকশাচালক আব্দুস শহিদ (৪৫) পাগলাদাহ এলাকার বশির আহমেদের ছেলে।
শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার পাগলাদাহ মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছে।
শহিদের বাবা বশির আহমেদ বলেন, শনিবার সন্ধ্যায় রিকশা চালিয়ে শহিদ বাসায় ফিরছিল। মালোপাড়া এলাকার আব্দুর রহমানের দোকানের সামনে একই এলাকার জাহাঙ্গীরের চার ছেলে আসিফ, মিরাজ, আলিফ, রিয়াজ এবং মানিক মিয়ার ছেলে ইরানের সঙ্গে কোনও একটা বিষয়ে কথা কাটাকাটি হচ্ছিল। তাদের গন্ডগোল শুনে তিনি বাড়ি থেকে বের হন। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দূর থেকে দেখেন আসিফ চাকু দিয়ে শহিদের বুকে পিঠে উপর্যুপরি আঘাত করছে। আশপাশ অনেকে চেয়ে চেয়ে দেখলেও এগিয়ে আসেনি কেউ। তিনি দৌড় গিয়েও তাদের ঠেকাতে পারিনি।
শহিদের বোন শাহিদা খাতুন বলেন, ‘গতকাল শুক্রবার দুপুরে আসিফ ও মিরাজ ও তাদের সহযোগীদের সঙ্গে শহিদের কথা কাটাকাটি হয়েছিল। তখন তারা ভাইয়ের রিকশা কেড়ে নিতে চেয়েছিল। শনিবার বিকালে আবার রিকশা কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। বাধা দিলে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে তারা।’
তিনি দাবি করেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, ‘শহিদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, মাদক সংক্রান্ত বিরোধ ও টাকা নিয়ে দ্বন্দ্বে হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িতরা চিহ্নিত মাদক কারবারি। তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও তদন্ত করছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।’
আই/এ