বিএনপি

গুলিবর্ষণের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত না হলে নির্বাচন সুষ্ঠু হবে না : রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,সম্প্রতি যেসব গুলির ঘটনা ঘটেছে এসব অপরাধের বিচার না হলে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় শরীফপুর আইডিয়াল হাই স্কুল মাঠে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আপনারা জানেন, এক মাস আগে চট্টগ্রামে বিএনপির মনোনীত এমপি প্রার্থীকে গুলি করা হয়েছিল। গতকাল আবার ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকিলাব গণতন্ত্র মঞ্চের তরুণ নেতা ওসমান হাদীকে মাথায় গুলি করা হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে আছেন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি।

তিনি  বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা হামলাকারীর ছবি পর্যন্ত দেখতে পাচ্ছি। সরকার যদি চায়, তাহলে এই ধরনের নৃশংস খুনি, মাস্তান ও দুর্বৃত্তদের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা সম্ভব।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “নির্বাচনকে সামনে রেখে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথ থেকে সরাতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, “দেশে পুলিশ আছে, প্রশাসন আছে, সেনাবাহিনী মাঠে আছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনুন। না হলে ফেব্রুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

তিনি বলেন, “সুষ্ঠু, সুন্দর ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে সকল দল ও মতের মানুষ যেন নির্ভীকভাবে নির্বাচনে অংশ নিতে পারে—এই দায়িত্ব সরকারের। নির্বাচনকে সামনে রেখে আর কোনো গুলিবর্ষণের ঘটনা যেন না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।”

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও আশুগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন