অর্থনীতি

হাদির উপর হামলাকারী সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার মালিকানাধীন আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রোববার (১৪ ডিসেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ফয়সাল করিম মাসুদের প্রতিষ্ঠানটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্য বলে জানা গেছে।

২০১০ সালে প্রতিষ্ঠিত ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ মূলত ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। এছাড়া ২০১৬ সালে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতা এবং বেসিসের সহযোগিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে ‘ব্যাটল অব ৭১’ নামে একটি কম্পিউটার গেম তৈরি করে ওয়াইসিইউ টেকনোলজি লিমিটেড—যার মালিকও ছিলেন ফয়সাল করিম মাসুদ।

ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্র সংঘঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য পদে ছিলেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানা যায়, ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারসহ বিভিন্ন স্থানে ফয়সাল করিমের সঙ্গে হাদির সাম্প্রতিক সময়ের একাধিক ছবি পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গুলিবর্ষণকারী ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সালের সাদৃশ্য থাকায় তাকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এরই মধ্যে হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে অতীতেও গুরুতর অভিযোগ রয়েছে। ২০২ সালের ২৮ অক্টোবর ঢাকার আদাবরে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় দায়ের করা মামলায় তিনি প্রধান আসামি ছিলেন। ওই মামলায় র‍্যাব তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছিল। পরে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন