অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ভয়াবহ হামলা, বন্দুকধারীসহ নিহত ১০
অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডি বিচে ভয়াবহ গোলাগুলির ঘটনায় একজন হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও ১২ জন।
রোববার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ডি বিচ এলাকাকে ‘এক্সক্লুশন জোন’ বা নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য বিস্ফোরক ঝুঁকি থাকায় আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) নিষ্ক্রিয় করতে বিশেষ সরঞ্জাম ও বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। তবে নিষিদ্ধ এলাকার সুনির্দিষ্ট পরিসর প্রকাশ করা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম নাইন নিউজের জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে একটি সেতু থেকে দু’জন ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। তবে হামলাকারীদের পরিচয় কিংবা হামলার পেছনের উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস। এক বিবৃতিতে তিনি বলেন, বন্ডি বিচের এই হামলা অত্যন্ত মর্মান্তিক। নিউ সাউথ ওয়েলস পুলিশের সঙ্গে সরকার সমন্বয় করে কাজ করছে। নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
তিনি আরও বলেন, প্রাণ বাঁচাতে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী জানান, ঘটনার পর থেকেই তিনি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার এবং নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
এমএ//