কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১৭
কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থীসহ ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্কসহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন।
সোমবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানো জানায়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও তদন্ত করা হচ্ছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্র্যাজুয়েশন উদযাপন শেষে শিক্ষার্থীরা সমুদ্রসৈকত থেকে ফিরছিলেন। ভ্রমণটি স্কুলের আনুষ্ঠানিক কোনো কার্যক্রম ছিল না। এটি শিক্ষার্থীরাই নিজেরা আয়োজন করেছিলেন। ডিসেম্বরের এমন সময়ে এই দুর্ঘটনা সকলের জন্যই অত্যন্ত বেদনাদায়ক।
এসএইচ//