হঠাৎ বন্ধ ঘোষণা ভারতীয় ভিসা সেন্টার
চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ রাখা হয়েছে। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর কেন্দ্রটির সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। আজ যেসব আবেদনকারীর ভিসা জমা দেওয়ার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বা স্লট ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে জানানো হবে।
এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কার কথা উল্লেখ করে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।
এর দুই দিনের মধ্যেই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আইভ্যাক বন্ধের ঘোষণা এলো।
প্রসঙ্গত, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের ইস্যু এবং দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চাওয়ার বিষয়েও দিল্লির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসি//