আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ ও সেখান থেকে বের হওয়া নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব তেল ট্যাংকারের ওপর সম্পূর্ণ অবরোধ জারির নির্দেশ দিয়েছেন। এতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর যুক্তরাষ্ট্রের চাপ আরও বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলা তেলের আয় ব্যবহার করে মাদক পাচারসহ অপরাধে অর্থ জোগান দিচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তেল ও সম্পদ ফিরিয়ে না দেয়া পর্যন্ত অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার থাকবে।

ভেনেজুয়েলা সরকার সিদ্ধান্তটির তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইন ও নৌ-চলাচলের স্বাধীনতার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে এবং বিষয়টি জাতিসংঘে তোলার ঘোষণা দিয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন