‘ভারতকে এমন শিক্ষা দিয়েছি, কোনোদিন ভুলবে না’
চলতি বছরের এপ্রিল-মে মাসে সংঘটিত সংক্ষিপ্ত যুদ্ধের প্রসঙ্গ টেনে আবারও ভারতকে কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বুধবার (১৭ ডিসেম্বর) খাইবার পাখতুনখোয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, মোদি নেতৃত্বাধীন ভারত সরকারকে পাকিস্তান এমন শিক্ষা দিয়েছে, যা তারা কোনোদিন ভুলবে না।
শেহবাজ দাবি করেন, সত্যের যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী বিজয় অর্জন করেছে এবং দিল্লি থেকে মুম্বাই; পুরো ভারতই সেই পরাজয়ের স্মৃতি ভুলতে পারবে না।
উল্লেখ্য, এ বছরের এপ্রিল মাসে কাশ্মিরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। পাল্টাপাল্টি সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মে মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে এখনো দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হয়নি।
এসএইচ//