ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা দেন।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডা. জুবাইদা রহমান আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ১৭ বছর পর দেশে ফিরে আসবেন।
এর আগে, ৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরে আসেন ডা. জুবাইদা। দেশে পৌঁছানোর পর তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। তার অবস্থা অবনতির কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়েছিল, তবে চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এসি//