রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার (এ কে খন্দকার)-এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বিমান বাহিনী ঘাঁটি বাশারে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা সম্পূর্ণ হয়।
জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অংশ নেন। জানাজায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, সেনা, নৌ ও বিমান বাহিনীর বর্তমান ও সাবেক প্রধানরা এবং মরহুমের পরিবার-পরিজন।
নামাজের আগে এ কে খন্দকারের মরদেহ ধীরগতিতে বহন করে প্যারেড গ্রাউন্ডে আনা হয়। এরপর তার বর্ণাঢ্য কর্মজীবনের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তার ছেলে জাফরুল করিম খন্দকার।
জানাজা শেষে মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। পরে তার সম্মানে বিমান বাহিনীর ফ্লাইপাস্ট অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এ কে খন্দকার ১৯৫২ সালের সেপ্টেম্বরে পাকিস্তান বিমান বাহিনীতে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। কর্মজীবনের শুরুতে তিনি ফাইটার পাইলট ও পরে ফ্লাইং ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। পাকিস্তান বিমান বাহিনী একাডেমিতে বিভিন্ন সময় ফ্লাইট কমান্ডার, স্কোয়াড্রন কমান্ডার ও প্রশিক্ষণ শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
পরবর্তী সময়ে তিনি পরিকল্পনা বোর্ডের নেতৃত্ব দেন এবং ১৯৬৯ সালে ঢাকায় পিএএফ ঘাঁটির সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তার সাহসী নেতৃত্ব ও কৌশলগত ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
এমএ//