রাজনীতি

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর আগামী ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে বিকাল ৩টার দিকে বৈঠকে বসে। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ এবং ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জাকারিয়া।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী তারেক রহমান এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নন। তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় নাম যুক্ত করতে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন হয়, সে বিষয়েই আজকের আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২০ নম্বর ফ্লাইটে তার লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়ে পরদিন বেলা ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। 

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে ঢাকায় সংবর্ধনা আয়োজনের অনুমতিও পেয়েছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, তাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতি চলছে। পাশাপাশি তার অবস্থানের জন্য আবাসনের ব্যবস্থাও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন