আন্তর্জাতিক

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত জেল তৈরি করবে ইসরাইল

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি বন্দিদের জন্য চারপাশে কুমির বেষ্টিত কারাগার তৈরির প্রস্তাব দিয়েছেন দখলদার ইসরাইলের উপ্রপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, গেলো রোববার তিনি ইসরায়েলি কারা কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব দেন।

বেন গাভির বলেন, ফিলিস্তিনি বন্দিরা যাতে পালাতে না পারেন, সে জন্য কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণ করা উচিত।

প্রস্তাব অনুযায়ী, কারাগারটি সিরিয়ার দখলকৃত গোলান উপত্যকার কাছের হামাত গাদেরে এলাকায় নির্মাণ করা হতে পারে, যা জর্ডান সীমান্তেরও নিকটে। সেখানে অবস্থিত একটি চিড়িয়াখানা থেকে কুমির এনে কারাগারের চারপাশে রাখার কথাও বলা হয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন