রাজধানী

রাজধানীতে ককটেল বিস্ফোরণে নিহত ১

রাজধানীর মগবাজার এলাকায় ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিউদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইওভার থেকে ককটেল ছোড়া হয়েছে। এতে নিচে চা দোকানে থাকা একজন নিহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম নামের একজন গুরুতর আহত হন। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন