মাকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান
পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা শেষে অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতালের পথে যাত্রা করেন।
এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার ওপর জোর দেন। তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। দেশের মানুষ শান্তি চায়।
তারেক বলেন, ‘৭১ সালে এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে যেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল; সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান বলেন, আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে দেশে নারী, পুরুষ, শিশু সবাই যেন নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরতে পারে।
এর আগে দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে সংবর্ধনা দেন।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তিনি জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন এবং হাতে একমুঠো মাটি তুলে নেন। এতে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা। পরে লাল-সবুজ রঙের একটি বিশেষ বাসে করে তিনি পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে যান।
এমএ//