তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা দূর হবে: প্রেস সচিব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান শূন্যতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রাণী গির্জায় খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে বাস্তবতা হলো—এখানে একটি শূন্যতা তৈরি হয়েছে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের প্রত্যাবর্তন সেই ঘাটতি পূরণে সহায়ক হবে। তার আগমন দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ায় তারেক রহমানের দেশে ফেরা রাজনৈতিক উত্তরণকে আরও সুসংহত ও মসৃণ করবে।
নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে তিনি জানান, তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাপনা বিএনপি নিজেই তদারকি করছে। তবে সরকারের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে, তা সম্পূর্ণভাবে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর একই ফ্লাইট বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এমএ//