ভারত থেকে বিনিয়োগ তুলে নিলো ম্যান সিটির মালিকপক্ষ
মুম্বাই সিটি এফসির সঙ্গে সম্পর্ক শেষ করল ম্যানচেস্টার সিটি ফুটবল গ্রুপ (সিটি ফুটবল গ্রুপ বা সিএফজি)। ভারতীয় ঘরোয়া ফুটবলে বড় স্বপ্ন নিয়ে প্রবেশ করা সিএফজি মাত্র পাঁচ বছরের মধ্যে তাদের সব বিনিয়োগ তুলে নিল।
২০১৯ সালের নভেম্বরে সিএফজি মুম্বাই সিটির ৬৫ শতাংশ মালিকানা কিনেছিল। আশা করা হয়েছিল, বিশ্বমানের ক্লাবটি ভারতের ফুটবল দৃশ্যপট পুরোপুরি বদলে দেবে। তবে পাঁচ বছরের মাথায় তারা শেয়ার ফেরত দিয়েছে ক্লাবের প্রাক্তন মালিক রণবীর কাপুর ও বিমল পারেখের কাছে। ফলে আবারও পুরোপুরি ভারতীয় মালিকানাধীন হলো।
এই পাঁচ বছরের সংক্ষিপ্ত সময়ে মুম্বাই সিটি ক্লাব মাঠে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। দুবার আইএসএল লিগ শিল্ড ও আইএসএল কাপ জিতেছে। তবু প্রশাসনিক জটিলতার কারণে এই সাফল্য ফ্যাকাশে হয়ে গেছে।
সিএফজি মূলত তাদের বিদায়ের কারণ হিসেবে আইএসএলের অস্থিতিশীলতা উল্লেখ করেছে। লিগের ভবিষ্যৎ অনিশ্চিত, পরের মৌসুম কখন শুরু হবে তা কেউ জানে না। দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতি বিশ্বাসী এই গ্লোবাল গ্রুপ আর বিনিয়োগ করতে রাজি নয়।
আইএসএল-ও বর্তমানে জটিল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৫-২৬ মৌসুম গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও, এআইএফএফ ও বাণিজ্যিক অংশীদার এফএসডিএলের দ্বন্দ্বের কারণে লিগ থমকে আছে। নতুন টেন্ডার আনা হলেও কোনো কোম্পানি লিগ পরিচালনায় আগ্রহ দেখায়নি। ফলে ক্লাবগুলো লিগ চালানোর প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়েছে, এবং খেলোয়াড় ও বিনিয়োগকারীরা এখন অন্ধকারে পথ খুঁজছে।
এসএইচ//