মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড
মালয়েশিয়ার প্রভাবশালী প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড এবং ২.৮ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) কুয়ালালামপুর হাইকোর্টের রায়ে ২১টি অর্থ পাচারের অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
অভিযোগে বলা হয়েছে, নাজিব ক্ষমতায় থাকাকালীন ২০০৯ সালে রাষ্ট্রীয় তহবিল '১ মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ' থেকে কমপক্ষে ৪.৫ বিলিয়ন ডলার চুরি হয়েছে।
এছাড়াও অভিযোগ আছে, ৭২ বছর বয়সী নাজিবের অ্যাকাউন্টে ১ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নাজিবকে ২০২২ সালে একই ধরণের আরেকটি মামলায় প্রথম কারাদণ্ড দেয়া হয়েছিল।
এসএইচ//