রাজনীতি

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানে অবস্থিত দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে তিনি সেখানে পৌঁছান।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানের জন্য কার্যালয়ের দ্বিতীয় তলায় একটি পৃথক কক্ষ প্রস্তুত করা হয়েছে। এখান থেকেই তিনি দলীয় সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমানের নির্বাচনী প্রস্তুতিও শুরু হয়েছে। তিনি ঢাকা-১৭ আসনের পাশাপাশি বগুড়া-৬ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এর অংশ হিসেবে রোববার রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন