আবহাওয়া

নৌপথে চলাচলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কতা

ছবি: সংগৃহীত

দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ সতর্কবার্তা জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ৩টা থেকে পরবর্তী ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এর ফলে দৃষ্টিসীমা কমে ৪০০ মিটার বা তারও নিচে নেমে যেতে পারে।

এ অবস্থায় নদী অববাহিকায় চলাচলরত নৌযানগুলোকে বিশেষভাবে সতর্ক হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ জন্য কোনো সতর্ক সংকেত দেখানোর প্রয়োজন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে, রোববার সকাল ৯টা থেকে দেওয়া আরেক পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন