কয়েক সপ্তাহেই ইউক্রেন যুদ্ধ চুক্তি সম্ভব: ট্রাম্প
রোববার (২৮ ডিসেম্বর) ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কী।
সেখানে ট্রাম্প বলেন, ‘সবকিছু ভালোভাবে এগোলে কয়েক সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হবে। আর পরিস্থিতি খারাপ হলে সময় অনেক বেশি লাগতে পারে।’
তিনি আরো জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সমঝোতার খুব কাছাকাছি পৌছেছে।
অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন, ‘বৈঠকে শান্তি কাঠামোর সব দিক নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রায় ৯০ শতাংশ বিষয়ে দুপক্ষ একমত হয়েছে।’
এসএইচ//