জকসু নির্বাচন স্থগিত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক রেজাউল করিম।
এর আগে, আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। তবে ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হলে পরিস্থিতির প্রেক্ষিতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত আসে।
উল্লেখ্য, ২০০৫ সালে জগন্নাথ কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’-এ ছাত্র সংসদ সংক্রান্ত স্পষ্ট বিধান না থাকায় প্রতিষ্ঠার পর দীর্ঘদিন জকসু নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।
বছরের পর বছর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং ধারাবাহিক আন্দোলনের মুখে গেল ২৮ অক্টোবর জকসুর নীতিমালা চূড়ান্ত করা হয়। এরপর নানা জটিলতা পেরিয়ে ৫ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে ২২ ডিসেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হলেও ভূমিকম্পজনিত কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় তা পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। সর্বশেষ জাতীয় শোকের প্রেক্ষাপটে আজ সেই নির্বাচন স্থগিত করা হলো।
এমএ//