রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। সংসদ ভবন এলাকার পাশের জিয়া উদ্যানে তাঁর স্বামী, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
তিনি আরও জানান, বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের প্লাজায় জোহরের নামাজের পর খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। মরদেহ আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাখা হবে। বুধবার সকালে সেখান থেকে মরদেহ সংসদ ভবনে নেওয়া হবে।
উল্লেখ্য, গেল ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ নিয়ে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক জটিলতায় ভুগছিলেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল বলে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন।
সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে অবশেষে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় না ফেরার দেশে চলে গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এমএ//