অর্থনীতি

আজ থেকে আমানত ফেরত পাবে একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা

আর্থিক সংকটে থাকা পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার সময়সূচি ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় একটি বিস্তারিত রেজল্যুশন স্কিম অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকেই সংকটে থাকা ব্যাংকগুলোর গ্রাহকরা তাদের আমানতের অর্থ উত্তোলন করতে পারবেন।

একীভূত হওয়া ব্যাংকগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

এই পাঁচটি ব্যাংকের চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়েছে এবং এ অর্থ যে কোনো সময় উত্তোলনের সুযোগ থাকবে। এ লক্ষ্যে আমানত সুরক্ষা তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ ব্যাংকগুলোতে স্থানান্তর করা হয়েছে। কোনো গ্রাহক যদি এই অর্থ উত্তোলন না করেন, তাহলে তিনি তার স্থিতির ওপর বাজারভিত্তিক মুনাফা পাবেন।

রেজল্যুশন স্কিম অনুযায়ী, আমানতের পরিমাণের ওপর ভিত্তি করে টাকা ফেরতের সময়সীমা ভাগ করা হয়েছে।

যেসব গ্রাহকের আমানত ২ লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় এই অর্থ যে কোনো সময় নতুন গঠিত ব্যাংক থেকে উত্তোলন করা যাবে। অর্থাৎ আজ ১ জানুয়ারি থেকে টাকা তোলা যাবে। যাদের আমানত ২ লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে অর্থ পরিশোধ করা হবে কিস্তিতে। প্রথম ২ লাখ টাকা যে কোনো সময় উত্তোলন করা যাবে। পরবর্তী প্রতি ১ লাখ টাকার জন্য তিন মাস অন্তর উত্তোলনের সুযোগ দেওয়া হবে। অবশিষ্ট অর্থ রেজল্যুশন স্কিম কার্যকর হওয়ার তারিখ থেকে ২৪ মাস পর উত্তোলনযোগ্য হবে।

স্থায়ী আমানত বা এফডিআরের ক্ষেত্রে বলা হয়েছে, স্কিম অনুযায়ী, এসব আমানত মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙানো যাবে না এবং তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। তিন মাস মেয়াদি আমানত তিন বার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। এক থেকে দুই বছর মেয়াদি আমানত তিন বছর মেয়াদি আমানত হিসেবে গণ্য হবে। চার বছরের বেশি মেয়াদি আমানত নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর উত্তোলন করা যাবে।

এছাড়া ক্যানসার ও কিডনি ডায়ালাইসিসসহ গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। চিকিৎসার প্রয়োজনে তারা নির্ধারিত সময়সীমা ও সীমার বাইরে গিয়েও অর্থ উত্তোলন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যক্তি আমানতকারীরা অর্থ উত্তোলনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রতিষ্ঠানিক গ্রাহকদের ক্ষেত্রে ৭ লাখ টাকার বেশি আমানত পাঁচ বছর মেয়াদে রূপান্তরিত হবে, যেখানে বার্ষিক ৩ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন