দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০
বিশ্বখ্যাত পর্যটনকেন্দ্র পেরুর মাচু পিচু যাওয়ার পথে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় ট্রেনের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা বেশ গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার (৩১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রাচীন ইনকা নগরীর দিকে যাওয়ার পথে প্রধান প্রবেশদ্বার আগুয়াস কালিয়েন্তেস এবং অলানতায়তাম্বো স্টেশনের মাঝামাঝি এলাকায় একক রেললাইনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের উদ্ধার করে কুসকো শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এই স্থানে প্রতিদিন হাজার হাজার পর্যটক যাতায়াত করেন। ১৫শ শতকে আন্দিজ পর্বতমালায় নির্মিত এই ইনকা নগরীটি বিশ্বের অন্যতম সপ্তাশ্চর্য।
এসএইচ//