দেশজুড়ে

ছাত্রীনিবাস থেকে রাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকার একটি ছাত্রীনিবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিনোদপুর বাজার সংলগ্ন বেতার মাঠের লেবুবাগান এলাকার ‘বাদশা মেস’ ছাত্রীনিবাসের ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থীর নাম লামিসা নওরিন পুষ্পিতা (২১)। তিনি ঝিনাইদহের বাসিন্দা মুহাম্মদ কুদরৎ উল্লাহ বিপ্লবের মেয়ে। নওরিন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।  

এ বিষয়ে ওসি আবুল কামাল আজাদ গণমাধ্যমকে জানান, নিহতের বাবাকে খবর দেয়া হয়েছে। তারা রওনা করেছেন। প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর কারণ জানা যায়নি। 

তিনি আরও জানান, পরিবার আসলে নিহতের মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন