মোস্তাফিজকে দল থেকে বাদ দেয়ার নির্দেশ দিলো বিসিসিআই
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ২০২৬ মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
শনিবার (০৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বোর্ড কেকেআর কর্তৃপক্ষকে মোস্তাফিজকে রিলিজ করার নির্দেশনা দিয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
বিসিসিআই সচিবের ভাষ্য অনুযায়ী, বোর্ডের নির্দেশ পাওয়ার পর মোস্তাফিজকে দল থেকে ছাড়তে বাধ্য হচ্ছে কেকেআর। এর ফলে নিলামে রেকর্ড দামে দলে সুযোগ পেলেও চলতি আইপিএল আসরে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশি এই পেসারের।
তবে মোস্তাফিজের পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করতে চাইলে কেকেআরকে সেই সুযোগ দেয়া হবে বলেও আশ্বস্ত করেছে বিসিসিআই।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের কারণে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।
এসএইচ//