বিপিএলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ছুটে চলা জীবনে সব ম্যাচে চোখ রাখা সম্ভব নয়। কাজের ফাঁকে, ক্লান্ত শরীর নিয়ে, একটু স্বস্তির খোঁজে আপনি খুঁজে নেন পছন্দের খেলাটা। লাইভ খেলার উত্তেজনা, বলের গতি আর শেষ মুহূর্তের রোমাঞ্চ—এই তো দিনের সব ক্লান্তি ভুলিয়ে দেওয়ার আসল উপায়। কিন্তু কোথায় কখন কোন খেলা—এই খোঁজাখুঁজি যেন সময় নষ্ট না করে। তাই এক নজরেই দেখে নিন আজকের লাইভ স্পোর্টস শিডিউল, আর ঠিক করে ফেলুন কোন ম্যাচে থাকবে আপনার চোখ।
আজ সোমবার বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে রয়েছে ক্রিকেটের জমজমাট আয়োজন।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার সিডনি টেস্টের দ্বিতীয় দিন শুরু হচ্ছে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে। ভোর ৫টা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ২।
দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে বিপিএলের ডাবল হেডার। দুপুর ১টায় নোয়াখালীর মুখোমুখি হবে সিলেট। ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে। সন্ধ্যা ৬টায় দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামবে রংপুর, সম্প্রচার একই চ্যানেলে।
আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আছে রোমাঞ্চ। বিগ ব্যাশ লিগে দুপুর ২টা ১৫ মিনিটে মুখোমুখি হবে সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিট—স্টার স্পোর্টস ২-এ সরাসরি সম্প্রচার। আর রাত ৯টা ৩০ মিনিটে এসএ টোয়েন্টিতে প্রিটোরিয়া ও ইস্টার্ন কেপের লড়াই দেখাবে স্টার স্পোর্টস ২।
এসি//