ইয়েমেনের দুই প্রদেশে সৌদি-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণ
সৌদি আরব সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) কাছ থেকে হাজরামাউত ও আল-মাহরা গভর্নরেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।
শনিবার (০৩ জানুয়ারি) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের শীর্ষ নির্বাহী সংস্থা প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) প্রধান রশাদ আল-আলিমি বলেছেন, সৌদি সমর্থিত হোমল্যান্ড শিল্ড বাহিনী সৌদি আরব-সংলগ্ন প্রদেশগুলোতে ‘সব সামরিক ও নিরাপত্তা অবস্থান পুনর্দখল’ করে ‘রেকর্ড সাফল্য’ অর্জন করেছে।
উল্লেখ্য, ইয়েমেনে প্রভাব বিস্তার নিয়ে উপসাগরীয় দুই আরব শক্তির মধ্যে টানাপোড়েনের মধ্যে এই নিয়ন্ত্রণ নেয়া হলো।
এসএইচ//