জকসু নির্বাচনে ভোট গণনা স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা কারিগরী ত্রুটির কারণে সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।
তিনি বলেন, ভোট গণনার জন্য তারা দুটো কোম্পানি থেকে মোট ৬টি মেশিন এনেছেন। কিন্তু কিছুক্ষণ যাবৎ ওই মেশিনে সমস্যার কারণে এ মুহূর্তে ভোট গণনা স্থগিত রয়েছে। এখন কেন্দ্রীয় সংসদের সব ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে তারা জরুরী বৈঠকে বসেছেন। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে বিকেল ৩টায় ভোটগ্রহণ শেষ হলেও ৩৯ কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আসে বিকেল ৫টায়। মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু হলে দুই মেশিনে আলাদা আলাদা ফলাফল দেখায়৷ যা গত তিন ঘণ্টায়ও সমাধান করা সম্ভব হয়নি।
আই/এ