আন্তর্জাতিক

ভেনেজুয়েলার নিষিদ্ধ তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তরের ঘোষণা দিলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন নিষেধাজ্ঞার কারনে আটকে থাকা বিপুল পরিমাণ তেল যুক্তরাষ্ট্রে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ৩ থেকে ৫ কোটি ব্যারেল নিষেধাজ্ঞাভুক্ত তেল যুক্তরাষ্ট্রকে দিবে। এই তেলের অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের স্বার্থে ব্যবহার করা হবে।

ঘোষণায় ট্রাম্প আরও জানান, পরিকল্পনাটি ‘তাৎক্ষণিকভাবে’ বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। এ লক্ষ্যে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটকে দায়িত্ব দেয়া হয়েছে।

তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের আইনী ভিত্তি নিয়ে কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন