অপারেশন থিয়েটারের ভেতরই চুলায় পিঠা বানাচ্ছেন নার্সরা
ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে ভয়াবহ অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) দীর্ঘদিন ধরে রান্নাঘর ও বিশ্রামকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। এতে প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, প্রায় দুই বছর ধরে হাসপাতালের অত্যন্ত সংবেদনশীল এই ওটি কক্ষে নার্সরা গ্যাসের চুলা ব্যবহার করে পিঠাসহ নানা ধরনের খাবার রান্না করছেন। শুধু তাই নয়, অপারেশন থিয়েটারের আশপাশে অবাধ চলাচলও চলছে, যা স্বাস্থ্যবিধি ও সংক্রমণ নিয়ন্ত্রণের ন্যূনতম মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করছে।
সম্প্রতি অপারেশন থিয়েটারের ভেতরের এসব চিত্র ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ, হাসপাতালের ভেতর স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে, অথচ সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে বিষয়টি উপেক্ষা করে আসছেন।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি করা হয়েছে জ্যেষ্ঠ কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা. জালাল উদ্দিনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. আদনান আহমদ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয়।
তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলাম বলেন, ওটি রুমে রান্না কোনোভাবেই কাম্য নয়। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
রোগীর স্বজনদের দাবি, যারা আমাদের জীবন রক্ষায় দায়িত্বশীল তাদের কাছ থেকেই নিরাপত্তাহীনতা, যা একেবারেই অগ্রহণযোগ্য।
ফেনী জেনারেল হাসপাতালের এই স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা হাসপাতাল ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি করছেন সবাই।
এসি//