পাইপ লাইন লিকেজ হওয়ায় রাজধানীর গ্যাস সংকট আরও তীব্র
নোঙরের আঘাতে তুরাগ নদের নিচে স্থাপিত গ্যাস পাইপলাইন লিকেজ হওয়ার পর মেরামতকালে পাইপে পানি ঢুকে পড়ায় রাজধানীতে গ্যাসের সংকট আরও তীব্র হয়েছে। শীতকালীন গ্যাস সংকটের মধ্যেই নতুন এ সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শুক্রবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ দুঃখ প্রকাশ করেছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মালবাহী নৌযানের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে অবস্থিত বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। বুধবার থেকে গ্যাসের চাপ কমিয়ে মেরামতকাজ শুরু করা হয়।
পাইপলাইন লিকেজের প্রভাব সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গাবতলী থেকে আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডি ও আশপাশের এলাকার বাসিন্দারা।
প্রসঙ্গত, গত বুধবার থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায়। ছুটির দিনে আবাসিকের চাহিদা বেড়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
আই/এ