দেশজুড়ে

স্কুল ব্যাগে মিললো শক্তিশালী বোমা, বিস্ফোরণ ঘটালো পুলিশ

ফরিদপুরে খড়ির গাদায় পড়ে থাকা একটি স্কুল ব্যাগ থেকে রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত শক্তিশালী বোমা উদ্ধার হয়েছে। 

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে বোমাটি বিস্ফোরণ ঘটায় এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) বোম্ব ডিসপোজাল ইউনিট। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  আলীপুর সেতুর ওপর জমা করে রাখা খড়ির গাদার ভেতরে বোমা রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর থেকেই এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী। পরে খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।

ব্যাগটির ভেতর থেকে টেপ দিয়ে প্যাঁচানো একটি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। নিরাপত্তাজনিত কারণে সেটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে কুমার নদের পাড়ে বালির বস্তা দিয়ে সুরক্ষিতভাবে ঘিরে রাখা হয়।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে  ঢাকার এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) টিমের সাহায্য চাওয়া হয়। এটিইউ-এর ১০ সদস্যবিশিষ্ট বোমা ডিসপোজাল দল শনিবার রাতেই ফরিদপুরে এসে পৌঁছান।

আজ সকাল সাড়ে ৯টা থেকে শহরের বিসর্জন ঘাট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটি ফাটানোর উদ্যোগ নেয় ঢাকা থেকে আগত ১০ সদস্যবিশিষ্ট বোমা ডিসপোজাল দল।

 এ সময় বিসর্জন ঘাট সংলগ্ন আলীপুর সেতুর দুপাশে এবং নদীর দুই পাড়ে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেয় সেনাবাহিনী ও জেলা পুলিশের সদস্যরা।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন