দেশজুড়ে

কুড়িগ্রামে আবারও মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

কুড়িগ্রামে একদিনের বিরতির পর ফের মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার মানুষ, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবীরা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা করছেন। তবুও কমছে না ঠান্ডার তীব্রতা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় ৯৯ শতাংশ। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, পুরো জেলাজুড়েই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

ঠান্ডার কারণে কাজে বের হতে পারছেন না অনেকেই। কুড়িগ্রাম পৌর এলাকার রিকশাচালক সাইদুল ইসলাম বলেন, ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে, ঠিকমতো রিকশা চালানো যায় না। কিন্তু রোজগার না হলে সংসারও চলে না।

ধরলা নদীর পাড়ের বাসিন্দা হাসেম আলী জানান, নদীঘেঁষা এলাকায় ঠান্ডা বেশি লাগে। সকালে ঘর থেকে বের হওয়াই কষ্টকর হয়ে পড়ে, বয়স্কদের দুর্ভোগ আরও বেশি।

ফুলবাড়ী উপজেলার বালারহাট এলাকার ভ্যানচালক হাক্কু মিয়া বলেন, শীতের কারণে যাত্রী কম, আয়ও নেই বললেই চলে। তবু বাধ্য হয়ে রাস্তায় বের হতে হচ্ছে, যদি কিছু রোজগার হয়।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কম তাপমাত্রা ও বেশি আর্দ্রতার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে আরও কয়েকদিন মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন