প্যারিসের কাছে হেরে বিদায় নিল পিএসজি
ঘরের মাঠে নিজেদেরই গড়া এক ফুটবলারের কাছে বড় ধাক্কা খেল পিএসজি (প্যারিস সেন্ট জার্মেই)। গতকাল সোমবার (১২ জানুয়ারি) সাবেক ক্লাবের বিপক্ষে একমাত্র গোল করে পিএসজিকে ফ্রেঞ্চ কাপের শেষ ৩২ থেকে বিদায় করে দেন জোনাথান ইকোনে। তার করা একমাত্র গোলেই প্যারিস এফসির কাছে ১-০ ব্যবধানে হেরে যায় গত আসরের চ্যাম্পিয়নরা।
পিএসজির একাডেমিতে বেড়ে ওঠা ইকোনে ম্যাচের ৭৪ মিনিটে গোলটি করেন। সেই গোলেই আন্ডারডগ প্যারিস এফসির কাছে হার মানতে হয় ফরাসি জায়ান্টদের।
ক্লাব ইতিহাসে এটি ছিল প্যারিসের দুই দলের চতুর্থ মুখোমুখি লড়াই। মাত্র আট দিন আগেই একই মাঠে লিগ ওয়ানে প্যারিস এফসিকে ২-১ গোলে হারিয়েছিল পিএসজি। তবে ফ্রেঞ্চ কাপে সেই ফলের পুনরাবৃত্তি করতে পারেনি তারা।
পুরো ম্যাচজুড়ে পিএসজি আক্রমণাত্মক ভঙ্গিমায় প্রতিপক্ষের রক্ষণভাগ চাপে রেখেছিল। কিন্তু কোন সুযোগকেই কাজে লাগাতে পারেননি দেসিরে দুয়ো-ভিতিনহা-দেম্বেলেরা। শেষ দিকে সমতা ফেরাতে ব্যাপক মরিয়া হয়ে ওঠে পিএসজি। দেসিরে দুয়ো ও ভিতিনহার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি তারা। তবে ম্যাচের ৮৭ মিনিটে পিএসজি’র ওয়ারেন জাইরে-এমেরির শট পোস্টে লেগে ফিরে না এলে হয়ত ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো।
উল্লেখ্য, ১৬ বার শিরোপা জিতে ফ্রেঞ্চ কাপের ইতিহাসে সবচেয়ে সফল দলটি নতুন বছরের শুরুতেই বড় অঘটনের মুখে পড়ল। ২০১৪ সালের পর এই প্রথমবার ফ্রেঞ্চ কাপের শেষ ৩২ থেকে ছিটকে গেল পিএসজি। একই সঙ্গে ২০২২ সালের পর ঘরের মাঠে এ প্রতিযোগিতায় প্রথম হার দেখল ফরাসি জায়ান্টরা।
এসএইচ//