আন্তর্জাতিক

সুদানে সেনাঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ২৭

ছবি: সংগৃহীত

সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিনজায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ২৭ জন নিহত হয়েছেন। দেশটির সামরিক সূত্রের দাবি, এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দায়ী। মঙ্গলবার (১৩ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়, ড্রোন হামলায় সেনা কর্মকর্তাদের পাশাপাশি সেনাবাহিনীর নিরাপত্তাকর্মী ও কিছু বেসামরিক ব্যক্তিও নিহত হন। এছাড়া এই হামলায় ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি সামরিক ও স্বাস্থ্য সূত্রের বরাতে জানিয়েছে, আহতের সংখ্যা ৭৩ জন পর্যন্ত হতে পারে।

সরকারি বিবৃতিতে বলা হয়, হামলার সময় হোয়াইট নাইল রাজ্যের গভর্নর কামার আল-দিন ফাদল আল-মাওলা সিনজায় উপস্থিত ছিলেন। তিনি অক্ষত থাকলেও তার দুই সহযোগী নিহত হয়েছে।

উল্লেখ্য, সুদানের সেন্নার রাজ্যের রাজধানী সিনজা খার্তুমমুখী একটি গুরুত্বপূর্ণ রুটে অবস্থিত। শহরটিতে সুদানি সেনাবাহিনীর ১৭তম পদাতিক ডিভিশনের সদর দপ্তর রয়েছে। যা হামলার মূল লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন