ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে সাবেক সেনা সদস্যের মৃত্যু
কুড়িগ্রামে সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫৮) নামের এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ এলাকার তারামন বিবির মোড়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। নিহত নজরুল ইসলাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্যামপুর ধরলার পাড়ের মহিরউদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম সকালে তার ছেলে নাজমুল ইসলামকে নিয়ে কুড়িগ্রাম শহরের দিকে আসছিলেন। এ সময় বেলা সাড়ে ১১টার দিকে শহরের তারামন বিবির মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে আহত হয়েছেন। নিহত নজরুল ইসলামের ছেলে নাজমুল ইসলামও সেনা সদস্য বলে জানা গেছে।
ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে আছি। তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//