চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে নিহত বেড়ে ৩০
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে চলন্ত ট্রেনের ওপর নির্মাণাধীন একটি ক্রেন ভেঙে পড়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬৪ জন। বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় ক্রেনটি ট্রেনের ওপর আছড়ে পড়লে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কয়েকটি বগি সম্পূর্ণভাবে চূর্ণ হয়ে যায়। একটি বগিতে আগুনও ধরে যায়। আহতদের মধ্যে এক বছরের একটি শিশু এবং ৮৫ বছর বয়সী একজন বৃদ্ধ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
সরকারি তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১৯৫ জন যাত্রী ছিলেন।
থাইল্যান্ড রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ক্রেন নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এমএ//