বিনোদন

জুবিন গার্গের মৃত্যু নিয়ে উঠে এলো নতুন তথ্য

ছবি: সংগৃহীত

গেল বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে পানিতে ডুবে মারা যাওয়া ভারতীয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য প্রকাশ পেয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সিঙ্গাপুরের একটি আদালতে জানানো হয়, ঘটনার সময় ৫২ বছর বয়সি এই শিল্পী লাইফ জ্যাকেট পরতে রাজি হননি।

আদালতে দেওয়া তথ্যে জানা যায়, ১৯ সেপ্টেম্বর একটি ইয়ট পার্টিতে অংশ নেন জুবিন গার্গ। পরদিন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে তার পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার আগের দিনই পানিতে ডুবে তিনি প্রাণ হারান।

চ্যানেল নিউজ এশিয়ার তথ্যের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তদন্তকারী দলের প্রধান কর্মকর্তা আদালতকে জানান—শুরুর দিকে জুবিন লাইফ জ্যাকেট পরেছিলেন। তবে কিছুসময় পর তিনি সেটি খুলে ফেলেন। পরে তাকে ছোট আকারের আরেকটি লাইফ জ্যাকেট পরার অনুরোধ করা হলেও তিনি তা গ্রহণ করেননি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে, লাইফ জ্যাকেট ছাড়া ইয়টের দিকে সাঁতার কাটার সময় এক পর্যায়ে জুবিন নিস্তেজ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ইয়টে তোলা হয়।

আদালতে আরও জানানো হয়, জুবিন গার্গ উচ্চ রক্তচাপ ও মৃগী রোগে ভুগছিলেন। ২০২৪ সালে তার সর্বশেষ মৃগীজনিত সমস্যা দেখা দিয়েছিল। তবে ঘটনার দিন তিনি নিয়মিত ওষুধ গ্রহণ করেছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো ফৌজদারি অপরাধের আলামত মেলেনি। ময়নাতদন্তে নিশ্চিত করা হয়েছে, তার মৃত্যুর কারণ পানিতে ডুবে যাওয়া। শরীরে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, সেগুলো উদ্ধারকাজের সময়ের বলে ধারণা করা হচ্ছে। রক্ত পরীক্ষায় উচ্চ রক্তচাপ ও মৃগীর ওষুধের উপস্থিতি পাওয়া গেলেও মাদক সেবনের কোনো প্রমাণ মেলেনি।

এদিকে ভারতে আসাম পুলিশ জুবিন গার্গের মৃত্যুর ঘটনা নিয়ে আলাদা তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় রাজ্যজুড়ে ৬০টির বেশি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন