দেশজুড়ে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় দুই জনপ্রতিনিধি আবুল খায়ের ও সালেহ আহম্মদের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও পরে তা সহিংস রূপ নেয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সংঘর্ষের সময় দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও একই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছিল। গেল বছরের আগস্টে ওই এলাকায় সংঘর্ষে সাবেক এক ইউপি সদস্য নিহত হন এবং পরে বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে একাধিক পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়। সাম্প্রতিক সময়ে তারা ফিরে এলেও বিরোধ পুরোপুরি মেটেনি।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন