পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জনের মৃত্যু
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ১৪ জন প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সারগোধা জেলার খুশাব এলাকার দরবার পাঞ্জপির মানাওয়ান অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
শনিবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি।
প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারীরা জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর সাতজন ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। উদ্ধারকর্মীরা দ্রুত পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ছয়জন শিশু ও পাঁচজন নারী রয়েছেন। জানা গেছে, যাত্রীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুসহ পরিবারের প্রায় সব সদস্যই রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
এমএ//