আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু, পানিবন্দি লাখো মানুষ

ছবি: সংগৃহীত

গেল কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক এবং জিম্বাবুয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, বন্যায় অনেক ঘরবাড়ি ও অবকাঠামো ধসে পড়েছে। নদীগুলোর পানি উপচে অনেক জনপদ বিচ্ছিন্ন হয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি মোজাম্বিকে। দেশটিতে ১০৩ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া, প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকায় বিশেষ করে লিম্পোপো এবং এমপুমালাঙ্গা প্রদেশে ৩০ জন মারা গেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফামিন আর্লি ওয়ার্নিং সিস্টেমের মতে, দক্ষিণ আফ্রিকার অন্তত সাতটি দেশে এই বন্যার প্রভাব পড়তে পারে।  

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন