রাজধানী

রাজধানীতে সিএনজি-লেগুনা সংঘর্ষে নিহত ১

ছবি: সংগৃহীত ফাইল ছবি

রাজধানীর ডেমরায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার সময় সিএনজি ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে পাশে থাকা ভ্যানচালকটি আঘাতপ্রাপ্ত হন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়টি ডেমরা থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন