সোশাল মিডিয়া র্যাঙ্কিংয়ে ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন তারেক রহমান
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পরিমাণের বিচারে বিশ্ব রাজনীতির প্রভাবশালী ব্যক্তিদের পেছনে ফেলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট নির্মাতার তালিকায় তিনি জায়গা পেয়েছেন ৬৩ নম্বরে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন ৬৭তম স্থানে।
সোশ্যাল ব্লেডের এই র্যাঙ্কিং কেবল ব্যক্তিগত পোস্টের ওপর নির্ভর করে তৈরি হয়নি। বরং কোনো ব্যক্তি বা পেজকে ঘিরে ব্যবহারকারীদের তৈরি পোস্ট, শেয়ার, মন্তব্য, আলোচনা ও প্রতিক্রিয়ার পরিমাণ বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়। সে হিসেবে তারেক রহমানকে ঘিরে ফেসবুকে যে বিপুল পরিমাণ কনটেন্ট তৈরি হচ্ছে, তা তাকে বিশ্বব্যাপী সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বদের কাতারে নিয়ে গেছে।

সোশ্যাল ব্লেডে তথ্য অনুযায়ী, তারেক রহমানের ফেসবুক পেজের অনুসারী সংখ্যা ইতোমধ্যে সাড়ে পাঁচ মিলিয়ন ছাড়িয়েছে। পাশাপাশি ‘টকিং অ্যাবাউট’ বা আলোচনায় থাকার সূচকেও তার পেজ দীর্ঘদিন ধরে উচ্চ অবস্থান ধরে রেখেছে। অর্থাৎ শুধু অনুসারী নয়, ব্যবহারকারীদের সক্রিয় অংশগ্রহণের দিক থেকেও তার উপস্থিতি উল্লেখযোগ্য।
বিশ্লেষকদের মতে, রাজনীতিবিদদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ধারাবাহিক ও ব্যাপক সম্পৃক্ততা তুলনামূলকভাবে বিরল। সোশ্যাল ব্লেড একটি স্বাধীন ডিজিটাল বিশ্লেষণ প্ল্যাটফর্ম হিসেবে বিভিন্ন সামাজিক মাধ্যমের উন্মুক্ত তথ্য পর্যালোচনা করে নিয়মিত র্যাঙ্কিং প্রকাশ করে, যা বিশ্বজুড়ে গবেষক, সাংবাদিক ও বিশ্লেষকদের কাছে নির্ভরযোগ্য উৎস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
এমএ//